প্রদীপ সংঘের ব্যাডমিন্টন প্ৰর্তিযোগীতায় চ্যাম্পিয়ন কুনাল ও রাহুল জুটি
1 min readপ্রদীপ সংঘের ব্যাডমিন্টন প্ৰর্তিযোগীতায় চ্যাম্পিয়ন কুনাল ও রাহুল জুটি
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রদীপ সংঘের ব্যবস্থাপনায় ও উদ্দ্যোগে দুইদিন ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মর্যাদা
পেল কালিয়াগঞ্জের কুনাল ও রাহুল জুটি।তারা ১৮-২১ ও ১৩-২১পয়েন্টসে করনদীঘির প্রসেনজিৎ ও রাহুল জুটিকে হারিয়ে দেয়।ফাইনাল খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় কুনাল সাহা (কালিয়্যাগঞ্জ),খেলায় বেস্ট প্লেয়ারের মর্যাদা পায় প্রসেনজিৎ দাস(করনদীঘি)জানালেন প্রদীপ সংঘের সভাপতি সমীর সাহা।
তিনি বলেন মোট ৪০টি টিম খেলায় অংশগ্রহন করে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যথাক্রমে বিকি প্রসাদ,সুমিত সাহা,প্রীতম সাহা,সুদীপ গুপ্তা,শুভঙ্কর মাহাতো,আকাশ সিকদার ও আদিত্য সাহা।দুই দিন ব্যাপী ব্যাডমিন্টন খেলাকে ঘিরে ছিল কালিয়াগঞ্জ শহরে ব্যাপক উন্মাদনা।