কালিয়াগঞ্জ পৌর সভার সাফাই কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বুধবার থেকে শহরে সাফাই কাজ বন্ধের হুমকি দিল-
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার সাফাই কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বুধবার থেকে শহরে সাফাই কাজ বন্ধের হুমকি দিল-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর সভার সাফাই কর্মীরা তাদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে পৌর প্রশাসককে দাবি জানায়।সাফাই কর্মীরা কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশককে তাদের বেতন বৃদ্ধির দাবি জানালে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় সাফাই কর্মীদের উদ্দেশ্যে বলেন তোমাদের কাজ করার ইচ্ছা থাকলে কর না হলে কাল থেকে তোমাদের আর পৌর সভায় আসতে হবেনা বলে তাদের মুখের উপর এই কথা বলায় সাফাই কর্মীরা পৌর প্রশাষকের কথায় প্রচন্ড ক্ষুব্ধ।শুধু তাই নয় পৌর প্রশাসকের চেম্বার থেকে তদের বেরিয়ে যেতে বলেন পৌর প্রসাশক শচিন সিংহ রায়।পৌর প্রশাষকের এই ধরনের ব্যবহারে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলেন পৌর প্রসাশক যখন বলেই দিল আমাদের কাজ করতে হবেনা তাই আগামী কাল বুধবার থেকে আমাদের সাফাই কর্মীরা শহরের কোন রাস্তা ঘাট ড্রেন পরিষ্কার করবে না।
কালিয়াগঞ্জ পৌর সভার সাফাই কর্নীদের নেতা গণেশ বাঁশফোর এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ পৌর সভা সরকার নির্ধারিত ডেইলি ওয়েজ অনুসারে প্রতিদিন একজন কর্মী যে ভাতা পায় তা থেকেও অবৈধ ভাবে তাদের বেতন থেকে টাকা কেটে নেয় কোন আইনে? কালিয়াগঞ্জ পৌর সভার সাফাই কর্মীদের নেতা সন্তোষ রায় বলেন পশ্চিমবঙ্গ শ্রমিক দপ্তরের নির্দেশ অনুযায়ী বি জোনে কর্মরত সাফাই কর্মীরা প্রতিদিন ৩০৫টাকা করে মিনিমাম ডেইলি ওয়েজ পাবে।
অথচ আমরা লক্ষ করছি কালিয়াগঞ্জ পৌর সভা আমাদেরকে সরকারি নিয়ম ভেঙে অবৈধ ভাবে ৩০৫ টাকা প্রতিদিন দেবার পরিবর্তে ২৬৪টাকা হাতে দিচ্ছে।সন্তোষ রায় বলেন আমাদের টাকা থেকে কেন প্রতিদিন ৪১ টাকা কম দেওয়া হচ্ছে পৌরপ্রসাশককে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর দিচ্ছেনা কেন?সাফাই কর্মী বরুণ দেব বলেন আমাদের যে সব নোংরা আবর্জনা পরিষ্কার করতে হয় তা জীবন বিপন্ন করে করতে হয়।অথচ আমাদের করোনা থেকে সাবধান থাকার জন্য কোন রকম
কিছুই বর্তমান পৌর প্রসাশক মন্ডলীর সদস্যরা কেও নজর দেননা। সাফাই কর্মী কৃষ্ণ রাজবংশী বলেন আজকে আমাদের সাথে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় যে ব্যবহার করেছেন তা অত্যন্ত দুঃখ জনক।আমরা সাফাই কর্মী হতে পারি কিন্তু আমাদের সবার সন্মানতো আছে নাকি? আমরা দেখতে চাই আমাদের ছাড়া কি ভাবে
কালিয়াগঞ্জ পৌর সভা চলে তা কালকে দেখাবো।আমাদের দাবি ছিল মূল্যবৃদ্ধি যে ভাবে ঘটছে আমাদের সে ভাবে ডেইলি ভাতা দেওয়া হচ্ছেনা সাফাই কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং ই পি এফের আওতায় কর্মীদের আনতে হবেকিন্তূ পৌর প্রসাশক আমাদের দাবির কোন কথা শুনলেন না বরং আমাদের ঘর থেকে বের করে দিলেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাসক শচিন সিংহ রায়ের সাথে বার বার যোগাযোগ করবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি।