রাজ্যের মুখ্যমন্ত্রীর ৬৭তম জন্মদিনকে উল্লেখযোগ্য ভাবে পালন করল কুনর হোমের পিতৃমাতৃ হারা কচিকাঁচাদের স্বাক্ষী রেখে অভিনব ভাবনায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতির উদ্দ্যোগে
1 min readরাজ্যের মুখ্যমন্ত্রীর ৬৭তম জন্মদিনকে উল্লেখযোগ্য ভাবে পালন করল কুনর হোমের পিতৃমাতৃ হারা কচিকাঁচাদের স্বাক্ষী রেখে অভিনব ভাবনায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতির উদ্দ্যোগে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫ জানুয়ারি: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭তম জন্ম দিন সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর হোমেউত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণের অভিনব ভাবনায় ভাবিত হয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালন করা হল।বুধবার বেলা ১২টায় কুনোর হোমের কচিকাঁচাদের সামনে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়।
এর পর হোমের প্রতিটি পিতৃমাতৃহারা বাচ্চাদের হাতে শীতবস্ত্র তুলে দেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুন সহ কুনোর হোমের স্বামি যোতির্মযানন্দ মহারাজ, প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,
সহ কুনোর এলাকার তৃণমূলের প্রচুর সমর্থকেরা। দুপুরে কুনোর হোমের সমস্ত কচি কাঁচাদের সাথে হোমের সমস্ত স্তরের কর্মীদের কব্জি ডুবিয়ে খাবার আয়োজন করা হয়।
কুনোরের মহারাজ বলেন তৃণমূলের জেলা যুব কংগ্রেস সভাপতির এই অভিনব ভাব নাকে তিনি অভিনন্দন জানান। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি কৌশিক গুন বলেন আমাদের রাজ্যের নেত্রী তথা সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭তম জন্মদিন এমন একটি স্থানকে বেছে নিয়ে করতে পেরেছি যা শুনলে আমাদের মুখ্যমন্ত্রী ভীষন খুশি হবেন।তাছাড়া আমরাও সফল হয়েছি হোমের কচি কাঁচাদের মুখে হাসি ফোটাতে পেরে।