উত্তর দিনাজপুর জেলার বাহিনী রাজবাড়ী কে হেরিটেজ প্রপার্টি হিসেবে গণ্য করার জন্য ভীষণ খুশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
1 min readউত্তর দিনাজপুর জেলার বাহিনী রাজবাড়ী কে হেরিটেজ প্রপার্টি হিসেবে গণ্য করার জন্য ভীষণ খুশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
উত্তর দিনাজপুর জেলার বাহিনী রাজবাড়ী কে হেরিটেজ প্রপার্টি হিসেবে গণ্য করার জন্য হেরিটেজ কমিশন থেকে একটি লিখিত বার্তা এসে পৌঁছেছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে ।
এক সাক্ষাৎকারে বিধায়ক জানান ,গত গত মাসের ১৯ জানুয়ারি একটি লিখিত বার্তা তিনি হেরিটেজ কমিশনের কাছে পাঠিয়েছিলেন যে বাহিন রাজবাড়ি কে হেরিটেজ কমিশনের প্রপার্টি হিসেবে গণ্য করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে একটি চিঠি তার কাছে এসে পৌঁছায় যে খুব তাড়াতাড়ি যাতে একটি ডিপিয়ার তৈরি করে পাঠানো র জন্য ।
সেই পরিপেক্ষিতে ডিপিয়ার তৈরি করে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে । কৃষ্ণ কল্যাণী বলেন, হেরিটেজ কমিশন বাহিন রাজ বাড়ি কে হেরিটেজ কমিশন এর মধ্যে অন্তর্ভুক্ত করায় তিনি ভীষণ খুশি।তিনি বলেন এটা দিনের একটি দাবি ছিল সেই দাবি অবশেষে পূরণ হতে চলছে। তিনি বলেন খুব শীগ্রই একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে যাতে সেখানে কি কি করা যেতে পারে।এদিকে হেরিটেজ কমিশনের এই ঘোষনায় খুশি এলাকার মানুষ ও।