কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে জেলা শাসক-
1 min readকালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে জেলা শাসক-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১জানুয়ারি:অবশেষে দীর্ঘ দিন পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রাজ্যের স্বাস্থ্য দপ্তর উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক অরবিন্দ কুমার মিনাকে নিয়োগ করলেন।জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল ২০২০ সালে রোগী কল্যাণ সমিতির পদ থেকে পদত্যাগ
করার পর থেকেই পদটিতে কেও ছিলনা। আর না থাকার কারনে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার কোন গুরুত্বপূর্ন সিধান্ত একক ভাবে নিতে পারতো না।সম্প্রতি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড সংখ্যা ৬০ থেকে একেবারে ২৫০ বেড়ে উন্নীত করায় হাসপাতালে ব্যাপক কাজ কর্ম শুরু হবার পথে।
বর্তমানে উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক অরবিন্দ কুমার মিনা এই পদে বসায় হাসপাতালের উন্নয়নের গতি দ্রুততার সাথে ঘটবে বলেই সাধারণ মানুষ মনে করে।জানা যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্যের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সহ মোট ৬২ টি মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালের নুতন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগের নির্দেশ জারি করে।