কালিয়াগঞ্জে ট্রু ফ্রেন্ডস১৯৮৫ ছয় বন্ধুর উদ্দ্যোগে দুস্থদের মধ্যে পুরাতন ও নুতন বস্ত্র দান
1 min readকালিয়াগঞ্জে ট্রু ফ্রেন্ডস১৯৮৫ ছয় বন্ধুর উদ্দ্যোগে দুস্থদের মধ্যে পুরাতন ও নুতন বস্ত্র দান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১ জানুয়ারি: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে কালিয়াগঞ্জ ট্রু ফ্রেন্ডস ১৯৮৫ র ছয় বন্ধুর উদ্দ্যোগে এক অভিনব বস্ত্র দানের আয়োজন করা হয়।বস্ত্র দানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সুজিত সরকার।বস্ত্র দান অনুষ্ঠানের কর্নধার সৌমেন বসাক বলেন তাদের সংগঠনের মাধ্যমে কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে
বিভিন্ন ধরনের পুরাতন অথচ ভালো ভালো বস্ত্র তারা সংগ্রহ করেন কালিয়াগঞ্জ শহরের দুস্থ্যদের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যে।গত বেশ কয়েকদিন ধরে এই সমস্ত বস্ত্র সংগ্রহ করে নুতন বর্ষের সকালে সেই সব বস্ত্র যার যেমন প্রয়োজন সেই অনুসারে দুস্থ্যদের মধ্যে বিতরণ করা হয়।সংগঠনের অপর দুই কর্নধার দিলীপ সাহা এবং সুকান্ত গুহ বলেন শনিবার সকাল থেকে তারা আনুমানিক ১৫০ জন পুরুষ,মহিলা এবং ছোট ছোট ছেলে ও মেয়েদের মধ্যে
এই বস্ত্র দান করলে প্রচন্ড উৎসাহের মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে সেসব বস্ত্র দুস্থ্য ব্যক্তিরা তত সংগ্রহ করে বলে জানান।কালিয়াগঞ্জ ট্রু ফ্রেন্ডস ১৯৮৫ র অপর দুই সদস্য ভবেশ সাহা এবং প্রণয় সরকার বলেন তাদের বস্ত্র দান
পর্ব রবিবার পর্যন্ত চলার পর মাঝখানে দিন কয়েক বন্ধ থাকার পর আবার আগামী সপ্তাহে একই স্থানে শুরু করা হবে বলে জানান।নুতন ও পুরাতন দুই ধরনের বস্ত্র দান শনিবারের অনুষ্ঠানে দেওয়া হয়।দুস্থ্য ব্যাক্তিরা বস্ত্র পেয়ে তারা প্রচন্ড খুশি হয়েছে বলে জানা যায়।দুস্থদের মধ্যে বস্ত্র দানের এই ধরনের অভিনব উদ্দ্যোগকে প্রত্যেকেই কালিয়াগঞ্জ ট্রু ফ্রেন্ডস ১৯৮৫ র ছয় বন্ধুর সংগঠনকে অভিনন্দন জানিয়েছে।