December 25, 2024

কালিয়াগঞ্জের চান্দলে শিল্প তালুক গরবার জন্য ভূমি সংস্কার দপ্তর জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করলো

1 min read

কালিয়াগঞ্জের চান্দলে শিল্প তালুক গরবার জন্য ভূমি সংস্কার দপ্তর জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করলো

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০ ডিসেম্বর:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে শিল্প তালুক গরবার জন্য জেলার ভূমি সংস্কার দপ্তর জমির হস্তান্তরের কাজ শুরু করে দিল।জমি হস্তান্তরিত করবার কারনে উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা সাশক তথা জেলা ভূমি সংস্কার দপ্তরের ডি এল এন্ড এল আর ও রবি আগরওয়াল এবং উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার চান্দলের জমি পরিদর্শনে যান।সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের ভূমি সংস্কার দপ্তরের ব্লক আধিকারিক সুমন তামাং

 

এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নিতাই বৈশ্য।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের চান্দল মৌজার কৃষি বিপণন দপ্তরের অধীনে ৩১ একর জমি দীর্ঘ দিন ধরেই অকেজো হয়ে পরে আছে।জানা যায় চান্দলের ফুটবল মাঠের উত্তর পশ্চিম প্রান্তে শ্রীমতি নদীর গা ঘেঁষা ৮ একর জমি যেটা পরে আছে সেই জমিতেই শিল্প।তালুক হবার সিধান্ত নেওয়া হয়েছে।

শিল্প তালুকের জন্য এই জমি জেলা শিল্প কেন্দ্রের হাতে হস্তান্তর করার পূর্ব মুহূর্তে অতিরিক্ত জেলা সাশক রবি আগরওয়াল শেষ বারের মত জমি পরিদর্শন করলেন বলে জানা যায়।গত ৭ ই ডিসেম্বর রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক।বৈঠকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় মুখ্যমন্ত্রীকে চান্দলে

শিল্প তালু ক গরবার প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সবুজ সঙ্কেত দেন।বামফ্রন্ট সরকারের আমলে কয়েক কোটি টাকা ব্যয়ে বিশাল আকৃতির কয়েকটি গোডাউন,বাজারশেড,

 

প্রায় ৩০টির মত স্টল এবং প্রচুর জমি অবহেলায় অনাদরে কৃষক বাজারটি বন্ধ করে রাখা হয়েছে।যা বর্তমানে সমাজবিরোধীদের মুক্তাঞ্চল বলা যেতে পারে।চান্দল এলাকার মানুষদের বক্তব্য সরকার যদি এখানে শিল্প তালুক গড়ে তোলে তাহলে দুই দিনাজপুর জেলার বহু বেকারদের সামনে কর্মসংস্থানের পথ খুলে যাবার সম্ভাবনা দেখা দেবে বলে তারা জানান।

 

 

7 thoughts on “কালিয়াগঞ্জের চান্দলে শিল্প তালুক গরবার জন্য ভূমি সংস্কার দপ্তর জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করলো

  1. Le compresse masticabili sono la forma farmaceutica piГ№ comoda dei prodotti contro la disfunzione erettile free samples of priligy At the time that you buy your Cialis online or through your local pharmacy, you are usually able to expect delivery for 2-4 weeks

  2. cialis 5 mg best price usa National Foundation on the Arts and Humanities Act of 1965 The act established separate National Endowments for the Arts and the Humanities, each of which received 5 million from 1966 to 1968, funding for the latter including support for fostering the understanding and appreciation of the humanities , which, again, theoretically, might include the purchase and distribution of films

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *