ভারর্তীয় গণনাট্য সংঘের কালিয়াগঞ্জ শাখার ৭তম সম্মেলন অনুষ্ঠিত হল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
1 min readভারর্তীয় গণনাট্য সংঘের কালিয়াগঞ্জ শাখার ৭তম সম্মেলন অনুষ্ঠিত হল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯ ডিসেম্বর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এ বি পি টি এ হলে ঐতিহ্যবাহী ভারতীয় গন নাট্য সংঘের কালিয়াগঞ্জ শাখার ৭তম সম্মেলন অনুষ্ঠিত হল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। সম্মেলনে একদিকে যেমন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে তেমনি ভারতীয় গন নাট্য সংঘের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিশদ আলোচনা করলে উপস্থিত ব্যক্তিরা সমৃদ্ধ হয় বলে জানা যায়।
সম্মেলন মঞ্চ থেকে আগামী দিনের জন্য ৭জনকে নিয়ে একটি শক্তিশালী নুতন কালিয়াগঞ্জ শাখা কমিটি গঠন হয়।কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন তপতি দত্ত গুপ্ত ,সহ সভাপতি পদে নির্বাচিত হন স্বপ্না সমাজদার, সম্পাদক পদে নির্বাচিত হন বিপুল কুমার মৈত্র এবং সহ সম্পাদক পদে নির্বাচিত হন অনল ফৌজদার।জানা যায় মোট প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন ৪৬জন।সম্মেলনে শিশু বাচিক শিল্পী পৃথা রজকের আবৃত্তি উপস্থিত ব্যক্তিদের হৃদয়কে নাড়া দিতে পেরে ছিল বলে জানা যায়।