PSX_20210204_185531

লক্ষীপুর-ভেদাবাজরে কংক্রিটের রাস্তার সূচনা

তপন চক্রাবর্তী,কালিয়াগঞ্জ,৪ফেব্রুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর-ভেদাবাজ কংক্রিটের রাস্তার সূচনা করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিং বৃহস্পতিবার।

জানা যায় বিধায়ক কোটার তিন লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন নারকেল ফাটিয়ে বিধায়ক তপন দেব সিংহ।উপস্থিত ছিলেন ধনকোল গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিগনের সাথে এলাকার গ্রামবাসীরা।খবর নিয়ে জানা যায় লক্ষীপুর স্বাস্থ্য কেন্দ্রে এলাকার মানুষদের যাতায়াতের জন্য এই রাস্তাটির নির্মাণ অত্যন্ত জরুরি ছিল বলে এলাকার মানুষজন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *